২০২৬ সালে দক্ষিণ কোরিয়ায় ৬জির পাইলট প্রোজেক্ট

৯ আগষ্ট, ২০২০ ১৯:০০  
২০২৬ সালের মধ্যে ৬জি নেটওয়ার্ক ডেভেলপ করা এবং ২০২৮-৩০ সালের মধ্যে ৬জি পরিষেবা চালুর জন্য দক্ষিণ কোরিয়ার সরকার ‘পাইলট প্রোজেক্ট’ পরিকল্পনা করছে। বিজনেস কোরিয়ার রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সে-কিউন একটি বিজ্ঞান ও প্রযুক্তি সভায় পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন ব্যবস্থার ওপর রিসার্চ এবং নেটওয়ার্ক বিকাশের মত বিষয়ে সরকারের স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন। সেখানে সাধারণ ও উচ্চ মানের পেটেন্টগুলি সুরক্ষিত করা, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয়ের পাশাপাশি ভবিষ্যত প্রযুক্তির বিকাশের কথা বলা হয়েছে। এই প্রকল্পের জন্য দক্ষিণ কোরিয়ার সরকার ২০২১ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে প্রায় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সরকার মাটি থেকে ১০ কিলোমিটার অবধি উচ্চতায় ৬জি নেটওয়ার্কের বিষয়ে পরিকল্পনা করছে। সরকার ২০২৬ সালের মধ্যে ৬জি পাইলট প্রোজেক্ট শুরু করবে।